Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচন: শিবির নেতা ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১০:৩২ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১২:৪৩

ছাত্রশিবিরের প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এসএম ফরহাদ।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সকালে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। বিচারপতি এসকে তাহসিন আলী ও হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। এসএম ফরহাদের পক্ষে শুনানি করবেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

রিটে বলা হয়, আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন ফরহাদ। এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থিতা পান; এমন প্রশ্ন তুলে চ্যালেঞ্জ করা হয়।

জানা গেছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটটি করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম।

সারাবাংলা/আরএম/এমপি

ঢাকা বিশ্ববিদ্যালয় রিট শিবির নেতা ফরহাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর