চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিদেশে থাকা ৫৮২টি ফ্ল্যাট ও বাড়ি হস্তান্তর ঠেকাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মো. আবদুর রহমান এ আদেশ দিয়েছেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে পাচারের অভিযোগে করা একটি মামলায় দুদক গত ১৮ সেপ্টেম্বর আদালতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদনটি করেছিল।
দুদকের পিপি মোকাররম হোসাইনের দেওয়া তথ্য অনুযায়ী, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ২৫ কোটি টাকা পাচারের মামলা তদন্তে নেমে দুদক বিদেশে তাদের মালিকানাধীন ৫৮২টি ফ্ল্যাট ও বাড়ির তথ্য পায়। দেশ থেকে পাচার করা টাকায় তারা বিদেশে এসব সম্পদ গড়েছেন। পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়ার মধ্যে জাবেদ ও তার স্ত্রী এসব ফ্ল্যাট-বাড়ি বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন বলে দুদক তথ্যপ্রমাণ পেয়েছে। হস্তান্তর ঠেকাতে জাবেদ ও তার স্ত্রীর নামে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়।
উল্লেখ্য, আদালতের নির্দেশে, প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে পাচারের অভিযোগে গত ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়ে-১ একটি মামলা করেন। মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানসহ ৩১ জনকে আসামি করা হয়।
আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে। এরপর তাকে আর পরবর্তী সরকারে মন্ত্রী হিসেবে দেখা যায়নি।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের আগমুহুর্তে জাবেদ তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে পাড়ি জমান বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।