ঢাকা: টানা ৪৫ দিনের অবকাশকালীন ছুটির পর রোববার খুলছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রীতি অনুযায়ী অবকাশ শেষে প্রথম দিন প্রধান বিচারপতির উদ্যোগে চা-চক্র ও সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।
রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ আইনজীবীরা উপস্থিত থাকবেন।
ওইদিন দুপুর ২টা থেকে শুরু হবে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম। বিচারকাজ পরিচালনার জন্য ৬৬টি বেঞ্চ পুনর্গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
সুপ্রিম কোর্ট খোলার পর এবার সবার দৃষ্টি থাকবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের মামলার দিকে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগে আগামী ২১ অক্টোবর এ বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।