Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ

‎স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১০:১০

বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

ঢাকা: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে সাতজন বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত এ সিদ্ধান্ত গ্রহণ করে।

আদালতে লিভ টু আপিলের পক্ষে সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ নিজেই শুনানি করেন। ইন্টারভেনার হিসেবে যুক্ত হওয়া লেখক ফিরোজ আহমেদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

বিজ্ঞাপন

২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চেয়ে রেফারেন্স পাঠান। সেই রেফারেন্সের ভিত্তিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ নেন।

হাইকোর্টের রিট খারিজের আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ব্যতিক্রমী পরিস্থিতিতে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী উপদেশমূলক মতামত গ্রহণ করেছেন এবং তা আইন ও জনগণের ইচ্ছার সঙ্গে সমর্থিত। ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানও দেশের ইতিহাসের অংশ।

সংবিধানের ১০৬ অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি যদি কোনো গুরুত্বপূর্ণ আইনগত প্রশ্ন সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত প্রয়োজন মনে করেন, তিনি তা আপিল বিভাগের বিবেচনার জন্য পাঠাতে পারবেন। আপিল বিভাগ যথাযথ শুনানি শেষে রাষ্ট্রপতিকে মতামত প্রদান করবে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়। ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণ করান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর