Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুল ট্রাইব্যুনালে

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৬ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৩২

সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

দুই আসামির বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডে উসকানি, সহযোগিতা ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এছাড়া, আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ পরামর্শ দেওয়ার প্রমাণও তাদের বিরুদ্ধে রয়েছে।

বিজ্ঞাপন

২০২৪ সালের ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হককে আটক করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

বিজ্ঞাপন

হিলিতে ডা. জাহিদ হোসেনের গণসংযোগ
২৬ জানুয়ারি ২০২৬ ১৬:০৭

আরো

সম্পর্কিত খবর