Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোটে ‘ধানের শীষ’ প্রতীকে ভোটের সুযোগ চেয়ে বিএনপির আবেদনের শুনানি আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১১:৪৬

বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করলেও জোটসঙ্গীদের স্ব স্ব দলীয় প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রুলে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আবেদন করেন। এতে বিএনপির জোটসঙ্গীদের ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আবেদনটি বুধবার (১০ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়।

বিজ্ঞাপন

এর আগে সরকার গত ৩ নভেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে নির্দেশ দেয় যে, নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত থাকলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে। এই বিধানকে চ্যালেঞ্জ করে ২৭ নভেম্বর হাইকোর্টে রিট করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল আমিন। রিটে আরপিও সংশোধনী বাতিলের আবেদন করা হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

হাইকোর্ট ১ ডিসেম্বর শুনানি নিয়ে জানতে চেয়েছিল, জোটবদ্ধ নির্বাচনেও স্ব স্ব প্রতীকে ভোট বাধ্যতামূলক করার বিধান কেন অবৈধ হবে না। আদালত তখন রুল জারি করে নির্বাচন কমিশনকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশ দেন।

রিটের পক্ষে আগের শুনানিতে যুক্তি পেশ করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সহযোগী হিসেবে ছিলেন ব্যারিস্টার রেশাদ ইমাম, ব্যারিস্টার সাহেদুল আজম ও ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান। আর রুলের বিরোধিতা করেন অ্যাডভোকেট জহুরুল ইসলাম মূসার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আইনজীবীরা।

প্রাসঙ্গিক সূত্রে জানা গেছে, অতীতে জোটভুক্ত দলগুলো জোটের শরিকদের প্রতীক ব্যবহার করে ভোটে অংশ পারত। তবে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়ার পর প্রতীক ব্যবহারের নিয়মে পরিবর্তন আসে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর