Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি বরাদ্দ ‘নয়ছয়’
কক্সবাজারের সাবেক পৌর মেয়রকে আরেক মামলায় কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১৬:৪৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৭:৩৬

কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা নুরুল আবছার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আরেক মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা নুরুল আবছারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দিয়েছেন।

দণ্ডিত নুরুল আবছার গ্রেফতারের পর জামিনে গিয়ে বর্তমানে পলাতক আছেন। তার বিরুদ্ধে সাজামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তিনি ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত কক্সবাজার পৌরসভার চেয়ারম্যানের (বর্তমানে মেয়র) দায়িত্ব পালন করেন।

বিভাগীয় বিশেষ জজ আদালতের বেঞ্চ সহকারী মো. সাহেদ সারাবাংলাকে জানান, রায়ে আদালত নুরুল আবছারকে কারাদণ্ডের পাশাপাশি আত্মসাত করা অর্থের সমপরিমাণ ২৯ লাখ ১৫০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজার আদেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

কক্সবাজার পৌরসভায় উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বরাদ্দ অর্থের ২৯ লাখ ১৫০টাকা আত্মসাতের অভিযোগে নুরুল আবছারের বিরুদ্ধে ১৯৯১ সালে মামলাটি করেছিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। মামলার দুদকের পক্ষে ৭ জনের সাক্ষ্য নিয়ে দণ্ডবিধির ৪০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আদালত তার বিরুদ্ধে রায় দিয়েছেন।

এর আগে, গত ৭ জানুয়ারি একই আদালত প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের আলাদা তিনটি মামলার প্রত্যেকটিতে নুরুল আবছারকে এক বছর করে কারাদণ্ড দিয়েছিলেন।

বিজ্ঞাপন

‘আত্মহত্যা করতে চেয়েছিলাম’
১২ জানুয়ারি ২০২৬ ১৯:৩৩

আরো

সম্পর্কিত খবর