Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১৮:৪২

ছবি: সংগৃহীত

ঢাকা: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহিদ আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে এই পর্যায় শেষ হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এর বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেলে তদন্ত কর্মকর্তার জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনালের অপর সদস্য ছিলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলায় ২৫ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া তদন্ত কর্মকর্তা রুহুল আমিন টানা চার দিন আসামিপক্ষের জেরার মুখোমুখি হন। পর্যায়ক্রমে তাকে জেরা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামের পক্ষে আইনজীবী আমিনুল গণি টিটো, পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সুজাদ মিয়া এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের পক্ষে মামুনুর রশীদ, ইশরাত জাহান ও শহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। তাদের সঙ্গে ছিলেন প্রসিকিউটর মঈনুল করিম, ফারুক আহম্মদসহ অন্যান্যরা।

রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী আসামিপক্ষের সাফাই সাক্ষ্য উপস্থাপনের সুযোগ দেওয়া হলেও তারা এ বিষয়ে কোনো আবেদন করেননি। তবে আসামিপক্ষের অন্যান্য আবেদনের প্রেক্ষিতে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণের জন্য আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এর আগে মঙ্গলবার সকালে কারাগার থেকে গ্রেপ্তার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন—এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশীদসহ ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে সরকারি খরচে নিয়োগপ্রাপ্ত চার আইনজীবী আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এর আগে ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করা হয়। ২২ জুলাই পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। মামলার অভিযোগ আমলে নেওয়া হয় ৩০ জুন এবং তার ছয় দিন আগে, ২৪ জুন তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

বিজ্ঞাপন

বসন্তের ছোঁয়ায় বুবলী
১৩ জানুয়ারি ২০২৬ ২০:২৫

আরো

সম্পর্কিত খবর