Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিএফআই সেল পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা

স্টাফ করেসপন্ডেট
১৪ জানুয়ারি ২০২৬ ১৪:৩৬

ঢাকা: আওয়ামী লীগ সরকারের টানা শাসনামলে গুম-নির্যাতনের ঘটনাস্থল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর টিএফআই সেল পরিদর্শনের অনুমতি চেয়ে করা আসামিপক্ষের আইনজীবীদের আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে করা আবেদনে সম্মতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী তাবারক হোসেন। তিনি গুম সংক্রান্ত একটি মামলায় সাত আসামির পক্ষে শুনানি করেন এবং আগামী ১৫ দিনের মধ্যে ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি চান। শুনানি শেষে ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করেন।

পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ে আইনজীবী তাবারক হোসেন বলেন, প্রসিকিউশন পক্ষ ফরমাল চার্জে র‌্যাবের টিএফআই সেলকে অপরাধের ঘটনাস্থল হিসেবে উল্লেখ করেছে। সেই প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শনের জন্য আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

তিনি আরও জানান, প্রসিকিউশন পক্ষও পরিদর্শনে একসঙ্গে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তাই তাদের সঙ্গে সমন্বয় করে টিএফআই সেল পরিদর্শন করা হবে। এছাড়া মামলার আসামি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলমের জামিন আবেদনও করা হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় এ আবেদন করা হলেও ট্রাইব্যুনাল তা রেকর্ডে রেখেছেন, তবে খারিজ করেননি।

অন্যদিকে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, আসামিপক্ষের আইনজীবীদের টিএফআই সেল পরিদর্শনের আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। তবে শর্ত হিসেবে প্রসিকিউশনকে আগেই জানাতে হবে এবং চাইলে প্রসিকিউশন পক্ষ ঘটনাস্থলে উপস্থিত থাকতে পারবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর