Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন ধরনের আদালতকে বিশেষ আদালত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ০৯:১০ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১১:০৪

ঢাকা: সারাদেশে পারিবারিক আপিল আদালত, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালকে বিশেষ আদালত হিসেবে ঘোষণা করেছে সরকার।

বিশেষ আদালত (অতিরিক্ত দায়িত্ব) আইন, ২০০৩-এর আওতায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে গত ১২ জানুয়ারি আইন ও বিচার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেওয়ানি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে এসব আদালত ও ট্রাইব্যুনাল জেলা জজ আদালত হিসেবে গণ্য হবে এবং ‘বিশেষ জেলা জজ আদালত’ নামে পরিচিত হবে। একই সঙ্গে, ফৌজদারি মামলার ক্ষেত্রে এগুলো দায়রা জজ আদালতের ক্ষমতা প্রয়োগ করবে এবং ‘বিশেষ দায়রা জজ আদালত’ হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞাপন

এই ঘোষণার আওতায় সারা দেশের সব পারিবারিক আপিল আদালত, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল অন্তর্ভুক্ত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর