ঢাকা: চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাহাঙ্গীর কবির নানক এবং শেখ ফজলে নূর তাপসসহ মোট ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কাছে এ আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, জুলাই-আগস্টে মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এবং এ বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জাহাঙ্গীর কবির নানক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন শেখ ফজলে নূর তাপস।