ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আত্মসমর্পণ করেন এবং নিজেকে নির্দোষ দাবি করে একটি আবেদন দাখিল করেন। তার আত্মসমর্পণের আবেদন প্রসিকিউশন পেয়েছে বলে নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি জানান, মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণের আবেদন গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রমের জন্য বিবেচনায় নেওয়া হবে।
উল্লেখ্য, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাওলানা আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত বছর তিনি নিজের সাজা স্থগিত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এর ধারাবাহিকতায় অবশেষে বুধবার সকালে তিনি স্বেচ্ছায় ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন।