Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিলের পথ খুলল ফাঁসির দণ্ডপ্রাপ্ত আজাদের

স্টাফ করেসপন্ডেট
২১ জানুয়ারি ২০২৬ ১৮:৩৯

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবুল কালাম আজাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার পথ খুলে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আপিলের জন্য রায়ের সত্যায়িত অনুলিপিসহ প্রয়োজনীয় সব কাগজপত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে রাষ্ট্রপতির আদেশক্রমে তার সাজা স্থগিতের আদেশও বহাল থাকবে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিজ্ঞাপন

এদিন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন মাওলানা আবুল কালাম আজাদ। পরে তার আইনজীবীর মাধ্যমে আপিলের উদ্দেশ্যে রায়ের সত্যায়িত অনুলিপিসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করা হয়। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মশিউল আলম।

শুনানিতে আইনজীবী জানান, রাষ্ট্রপতির আদেশক্রমে মাওলানা আজাদের মৃত্যুদণ্ডের সাজা একবছরের জন্য স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ২০২৫ সালের ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। আপিল দায়েরের জন্য ট্রাইব্যুনাল-২ থেকে প্রদত্ত রায়ের সত্যায়িত অনুলিপিসহ মামলার সব প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার আবেদন করা হয়েছে।

শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আপিলের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র সরবরাহের নির্দেশ দেন। পাশাপাশি, বর্তমান অবস্থা অপরিবর্তিত থাকবে বলেও আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাওলানা আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা হয়। ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। পলাতক অবস্থায় তার বিচার কার্যক্রম সম্পন্ন হয়। পরে সাজা স্থগিতের আবেদন করলে গতবছর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুদণ্ড সাময়িকভাবে স্থগিত করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর