ঢাকা: নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে চাঁদা না পেয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) পিকনিকের বাসে হামলার ঘটনায় গ্রেফতার দুইজনকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নরসিংদীর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ডের আদেশ দেন।
পুলিশ রিমান্ড আবেদনে উল্লেখ করেন, পিকনিকের গাড়িতে সন্ত্রাসীরা হামলা করে। হামলাকারীদের মধ্যে বাকিদের ধরতে তথ্য ও প্রকৃত বিষয় জানতে গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ করা দরকার। তাই তাদের ৩ দিনের রিমান্ড প্রয়োজন। আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় এ হামলায় অন্তত ১০-১২ জন সাংবাদিক আহত হন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে চিহ্নিত করেছে এবং আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
ড্রিম হলিডে পার্কের সামনে পার্কিং করা গাড়িতে চাঁদা দাবি ও তা না দেওয়ায় এই হামলা হয়। ক্র্যাবের ‘ফ্যামিলি ডে’ থেকে ফেরার পথে হামলায় সাংবাদিক মো. মহসিন কবির, মোহাম্মদ শাহেদ, এস এম ফয়েজসহ অন্তত ১০-১২ জন আহত হন।
প্রথমে ২ জনকে আটক করা হলেও পরে সিসিটিভি ফুটেজ দেখে ৩ জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানা যায়।
জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ক্র্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতি দিয়ে বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। ওইদিন পরিবারের নারী ও শিশুদের সামনে তাদের স্বামী ও বাবাকে ব্যাপক মারধর করেছে। নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা এখনো ট্রমায় আছে।