Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পায়ের কাছে ঘুমোতে বাধ্য করায় অমিত খুন, জবানবন্দিতে রিপন


১১ জুন ২০১৯ ১৬:২৪ | আপডেট: ১১ জুন ২০১৯ ১৬:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিহত অমিত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দুর্ধর্ষ সন্ত্রাসী অমিত মুহুরী খুনের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে এ মামলার একমাত্র আসামি রিপন নাথ। জবানবন্দিতে রিপন নাথ জানিয়েছে সেলের ভেতরে পায়ের কাছে ঘুমোতে বাধ্য করায় রাগের মাথায় সে অমিতকে ইট দিয়ে আঘাত করেছিল।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মহিউদ্দিন মুরাদের আদালতে রিপনের জবানবন্দি নেওয়া হয়। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘রিপন নাথ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে জানিয়েছে, ঘটনার রাতে অমিত মুহুরীর সঙ্গে ঘুমোনোর জায়গা নিয়ে তার গণ্ডগোল হয়। অমিত তাকে পায়ের কাছে ঘুমোতে বাধ্য করে। এতে রাগের মাথায় সে অমিতকে ইট দিয়ে আঘাত করে।

বিজ্ঞাপন

পুলিশের জিজ্ঞাসাবাদে রিপন নাথ যেসব তথ্য দিয়েছিল আদালতে দেওয়া জবানবন্দিতেও প্রায় একই তথ্য এসেছে বলে সারাবাংলাকে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজিজ আহমেদ।

গোয়েন্দা কর্মকর্তা আজিজ জানান, তাদের জিজ্ঞাসাবাদে রিপন জানিয়েছিল সেলে নেওয়ার পর রিপন ও অমিত একসঙ্গে ধূমপান করেছিল। অমিত তাকে গালিগালাজ করে এবং বিভিন্নভাবে ভয়ভীতি এমনকি ‘জ্বীনের ভয়ও’ দেখায়। এতে সে অমিতের ওপর ক্ষুব্ধ হয়েছিল।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ সারাবাংলাকে বলেন, ‘রিপন নাথ একাই অমিতকে খুন করেছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। এরপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

গত ২৯ মে রাত ১১ টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে অমিতকে গুরুতর জখম অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। অমিত মুহুরী নিহতের ঘটনায় পরদিন নগরীর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ।

মামলায় অমিত যে কক্ষে আহত হয়েছেন অর্থাৎ ৩২ নম্বর সেলের ৬ নম্বর কক্ষের আরেক কয়েদি রিপন নাথকে (২৭) আসামি করা হয়।

চট্টগ্রাম নগরীর নন্দনকাননে বন্ধুকে নৃশংসভাবে খুনের পর ড্রামে ভরে এসিড দিয়ে লাশ গলিয়ে দিঘীতে ফেলার মামলায় ২০১৭ সালের ২ সেপ্টেম্বর ‘ভয়ঙ্কর সন্ত্রাসী’ অমিত মুহুরীকে (৩২) গ্রেফতার করেছিল পুলিশ। অমিত যুবলীগের কেন্দ্রীয় উপ-অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের বলয়ে সক্রিয় ছিল।

সারাবাংলা/আরডি/একে

আরও পড়ুন

চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী অমিত মুহুরী কারাগারে খুন
অমিত খুন: কারা কর্তৃপক্ষ বলছে মারামারি, প্রশাসনের ভিন্ন বক্তব্য
কারাগারে খুন : আসামি রিপন পাঁচ দিনের রিমান্ডে
কারাগারে খুন: সন্দেহের তীর ‘যুবলীগ নেতার’ বলয়ের দিকে

অমিত খুন চট্টগ্রাম কারাগার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর