Sunday 01 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি সোলাইমান সেলিম

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১৮:৪৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ২০:৩৯

সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিম

ঢাকা: হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে চকবাজার থানায় করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড ও জামিন শুনানি নথি প্রাপ্তি সাপেক্ষে হবে বলে জানিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

এদিন সোলাইমান সেলিমকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল খায়ের তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তবে এ মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চকবাজার থানায় দায়ের করা রাকিব হাওলাদার হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আজ বৃহস্পতিবার বেলা ২টার পর ঢাকার সিএমএম আদালতে আনা হয়। এরপর তাকে এ মামলায় ১০ দিনের রিমান্ডে চাওয়া হয়। তবে মামলার মূল নথি মহানগর দায়রা আদালতে থাকায় রিমান্ডবিষয়ক শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত। পরে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে সোলাইমান সেলিম দুই হাত উঁচু করে চিৎকার করে বলতে থাকেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। সোলাইমান সেলিম ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ছেলে।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট সকালে চাঁনখারপুল মোড়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মো. রাকিব হাওলাদার গুলিবিদ্ধ হন। গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাধা দেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে বিকেল পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এনজে

আসামি কারাগারে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হত্যা মামলা

বিজ্ঞাপন

হিলিতে বিশ্ব এইডস দিবস পালিত
১ ডিসেম্বর ২০২৪ ১৩:১৬

আরো

সম্পর্কিত খবর