Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৭ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৪

ঢাকা: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) এক মাসের মধ্যে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নির্বাচন কমিশনকে (ইসি) আদালতের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী।

এর আগে, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) এক মাসের মধ্যে নিবন্ধন দিতে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

তারও আগে নিবন্ধন চেয়ে হাইকোর্টে রিট করেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম।

২০২২ সালের ২৬ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

সারাবাংলা/কেআইএফ/ইআ

নিবন্ধন দেওয়ার নির্দেশ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর