Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় লাশ পোড়ানো
কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৪:০৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৬:১০

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় ৬ ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় পুলিশ কনস্টেবল মো. মুকুল চোকদারকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করলে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এ সময় ট্র‍্যাইব্যুনালে অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/এমপি

লাশ পোড়ানোর মামলা