Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ২০:৫০

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাবির জহুরুল হক হলের সভাপতি কামাল উদ্দিন রানা (৩০) ও সূর্যসেন হল শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ খান শৈশবের (২৬) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এদিন তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক ইরফান খান। আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

মামলা বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহিরুল হক হলের শিক্ষার্থী আরমান হোসাইন।

গত বছরের ২৮ অক্টোবর ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে প্রধান আসামি করে মোট ২২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/কেআইএফ

ছাত্রলীগের সদস্য রিমান্ডে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর