Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনে গুলিবর্ষণ
শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৯:৫২ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৯:৫৪

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ঢাকা: ২০২১ সালে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনে শহীদ, আহত ও নিপীড়িতদের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ ঘটানোর অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ট্রাইব্যুনালে এ সংক্রান্ত অভিয়োগ দায়ের করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন।

অভিযোগ দাখিল শেষে গণমাধ্যমকে তিনি জানান, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসলে বাংলাদেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ভারতীয় আগ্রাসন বিরোধী যে আন্দোলন সংঘটিত হয়, সে আন্দোলনে তৎকালীন সরকারের নির্দেশে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে আহত, শহীদ ও নিপীড়িতদের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন এমপি ওবায়দুল মুক্তাদির সহ ১৬ জনের নামে মানবতাবিরোধী অপরাধ ঘটানোর অভিযোগ দায়ের করেছি।

তিনি বলেন, চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকায় আন্দোলনে অংশ নেওয়া নিরস্ত্র মানুষদের গুলি করে হত্যা করা হয়। সরকারের হিসাবেই সেদিন ১৭ জন শহীদ হয়েছিলেন। পরবর্তীতে আন্দোলনে অংশগ্রহণকারীদের ন্যায়বিচার ও চিকিৎসা প্রাপ্তি থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নেয় তৎকালীন সরকার।

আখতার হোসেন বলেন, প্রায় সাত হাজার ব্যক্তিকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়ায় ৫৪টির মত মামলা করা হয় এবং এর দ্বারা সরকার সকলকে বিভিন্ন উপায়ে শাস্তির ব্যবস্থা করে। বিগত সরকারের এসকল মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে অভিযোগ জানাতেই আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছি।

বিজ্ঞাপন

আন্দোলনে শহীদ আসাদুল্লাহ রাতিন (১৭) এর বাবা শফিকুল ইসলাম মুফতি এ অভিযোগটি দায়ের করেন।

সারাবাংলা/কেআইএফ/আরএস

শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর