Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐকমত্য কমিশনের সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত, ১০ জুলাই কমিশন সভা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ২০:২০ | আপডেট: ৯ জুলাই ২০২৫ ২০:২৩

ঢাকা: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে ঐকমত্য কমিশন। এ বৈঠকের পরই বৃহস্পতিবার (১০ জুলাই) প্রস্তাবিত গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশসহ বিভিন্ন বিষয় নিয়ে কমিশন সভা ডেকেছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট প্রস্তুতির মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ২৬ জুন বৈঠক হয়।

এরইমধ্যে সংস্কার কমিশনের আশুবাস্তবায়নযোগ্য বিষয় নিয়ে বেশ তৎপরতা চলছে। এ ধারাবাহিকতায় মঙ্গলবার প্রথমবারের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে ইসির বৈঠক হয়।

বুধবার (৯ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতীয় ঐকমত্য কমিশনের সম্মেলন কক্ষে কমিশনের সঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু করণীয় বিষয়াদির বাস্তবায়নে অগ্রগতি ও সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করা হয়।

ঐকমত্য কমিশনের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ শিহাব উদ্দীন গণমাধ্যমকে জানান, এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আলোচনায় যোগ দেন।

ঐকমত্য কমিশনের পক্ষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবারের কমিশন সভায় যা আলোচ্যসূচি:

বুধবার (৯ জুলাই ) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে সিইসির সভাপতিত্বে ৮ম কমিশন সভা হবে।

এ সভায় আরপিও (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; মনোনয়নপত্রে প্রার্থীর হলফনামা; ইসি সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা এবং বিবিধ বিষয় রয়েছে আলোচ্যসূচিতে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ কমিশন সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত থাকবেন।

সারাবাংলা/এনএল/এমপি

ইসি ঐকমত্য কমিশন বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর