Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আবেদন জমা দেওয়ার শেষ দিন আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ০৮:৩৯ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ১১:২৪

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধনের জন্য আবেদনের শেষ দিন আজ।

রোববার (১০ অগাস্ট) বিকাল ৫টার মধ্যে ‎নিবন্ধনে আগ্রহী সংস্থাগুলোকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর স্থানীয় পর্যবেক্ষক নিবন্ধনের আবেদন ফরম (EO-1) এ আবেদন দাখিল করতে হবে।

গত ‎রোববার (২৭ জুলাই) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছিলেন।

‎নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা, ২০২৫ জারির পরই আগেরই সংস্থাগুলো বাতিল করে পর্যবেক্ষক সংস্থাকে আবেদনের জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে সময় যা শেষ হচ্ছে রোববার (১০ আগস্ট)।

‎সহকারী পরিচালক মো. আশাদুল হক জানিয়েছেন, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন নতুন নীতিমালা মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। এখন ‘পর্যবেক্ষক সংস্থা’ হিসেবে নিবন্ধনে আগ্রহী যোগ্যতা সম্পন্ন বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হলো।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এমপি