Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১৯:৩২ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ২০:০০

ঢাকা: চলমান ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহের একটি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে পরিবর্তিত কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে আগামী ১৪ থেকে ২১ আগস্ট ময়মনসিংহ কেন্দ্রের ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আনন্দ মোহন কলেজের পরিবর্তে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ২৪ জুলাই থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে ৩ আগস্ট পর্যন্ত। এ ছাড়া পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৪৬তম বিসিএসে মোট পদসংখ্যা তিন হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে।