Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী সপ্তাহে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১৬:২০ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১৭:৫৭

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ‎নির্বচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সারাবাংলা

ঢাকা: ‎নির্বচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।

‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টার কাছ থেকে। নির্বাচন কমিশনও বলছে, ডিসেম্বরের প্রথমার্ধে ৫০-৬০ রেখে ভোটের তফসিল দেবে। নির্বাচনি কাজের সময়ভিত্তিক বাস্তবায়ন সূচি থাকবে এ রোডম্যাপে।’

‎নবম সংসদ নির্বাচনের আগে ২০০৭-২০০৮ সাল থেকে কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে এসেছে। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের দেড় বছর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে রোডম্যাপ দিয়েছিল তৎকালীন ইসি। বর্তমান ইসিও এ ধরাবাহিকতা বজায় রাখছে।

‎ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘রোডম্যাপ নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি, আগামী সপ্তাহে আমাদের নির্বাচনি রোডম্যাপটি দিতে পারবো। আমাদের প্রস্তুতি সম্পন্ন।’

‎তিনি আরও বলেন, ‘ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, নির্বাচনী আইনের সংস্কার, সরঞ্জাম কেনাকাটা, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, প্রশিক্ষণ, মুদ্রণ, আইন শৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে-পরে প্রস্তুতির ফর্দ থাকবে এ রোডম্যাপে।’

‎বর্তমান ইসি ২০২৪ সালের নভেম্বরে যোগ দেওয়ার পর ২০২৫ সালের ডিসেম্বরকে ধরে একটা প্রাথমিক কর্মপরিকল্পনা সাজিয়েছিল। এবার ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ হওয়ার পর নতুন সময় ধরে কর্মপরিকল্পনাটির পরিমার্জন চলছে।

‎কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে ১৮ আগস্ট এ নিয়ে বৈঠক করার কথাও বলেন ইসি সচিব।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এমপি

ইসি সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর