ঢাকা: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র আখেরি চাহার সোম্বা। বুধবার (২০ আগস্ট) দিনটি মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে।
বাংলাদেশে এ উপলক্ষে সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা করা না হলেও এটি ঐচ্ছিক ছুটি হিসেবে পালিত হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে।
এর আওতায় স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় আজ বন্ধ রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ও এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ও এর অধীনস্থ সব কলেজ বন্ধ থাকবে।
রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও আলাদা বিজ্ঞপ্তি দিয়ে ছুটির ঘোষণা দিয়েছে।