Saturday 23 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেতন নিয়ে মাউশি’র নতুন নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ১০:২৭ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ১৪:০০

ঢাকা: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পেতে আজ শনিবারের মাঝেই এ মাসের বিল অনলাইনে সাবমিট করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

সম্প্রতি এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর জানিয়েছে, কোনো শিক্ষক-কর্মচারীর বেতন পেতে সমস্যা হলে তার দায়ভার থাকবে প্রতিষ্ঠান প্রধানের।

আরও বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

প্রতি মাসে যথাসময়ে প্রতিষ্ঠানপ্রধান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক-কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানো হবে না।

বিজ্ঞাপন

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধানের সাবমিট করা বিলের কপি ডাউনলোড করে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সভাপতির সইসহ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর টাকা গত ১ জানুয়ারি থেকে ইএফটিতে দেওয়া হচ্ছে এবং জুলাই পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে।

চলতি আগস্ট মাস থেকে এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান থেকে মাসভিত্তিক এমপিওভুক্ত জনবলের বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে।

সারাবাংলা/এনএল/এমপি

এমপিওভুক্ত বেতন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর শিক্ষক

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে স্কয়ার
২৩ আগস্ট ২০২৫ ১৩:০৮

আরো

সম্পর্কিত খবর