Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সসহ ৪ দেশে প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৭:০৮ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১৭:৪৬

জাতীয় পরিচয়পত্র। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধন নিশ্চিত করতে ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে এবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। এই সিদ্ধান্ত জানানো হয়েছে নির্বাচন কমিশন (ইসি)-এর মাধ্যমে।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় এই কার্যক্রমে অনুমতি পাওয়া গিয়েছিল। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের রাজধানীসহ তিনটি অঙ্গরাজ্যে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে দশটি দেশের ১৭টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে প্রবাসী ভোটার কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশগুলো হলো: সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এসব দেশ থেকে ইতোমধ্যেই ৫০ হাজার প্রবাসী ভোটার এনআইডি নেওয়ার জন্য আবেদন করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর