ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা সম্ভবত ৩০ নভেম্বর প্রকাশ করা হবে। এর আগে, পহেলা নভেম্বর প্রকাশ করা হতে পারে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা।
বুধবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, পূর্বে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪। হালনাগাদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ ভোটার নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সময়ে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
ফলে, হালনাগাদের পর মোট ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯শ জনে। এ বছর ইসি মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে।
এর মধ্যে, ২ মার্চ প্রকাশিত হয়েছে প্রাথমিক তালিকা। ৩১ আগস্ট প্রকাশিত হবে হালনাগাদ চূড়ান্ত তালিকা। এছাড়া, ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন, তাদের জন্য আলাদা তালিকা প্রকাশ করা হবে।
সূত্র জানায়, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হবে, তাদের তালিকা প্রকাশ হতে পারে ১ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৩০ নভেম্বর।