ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের আমন্ত্রণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যমুনায় বৈঠকে যোগ দেবে। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
এনসিপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তাঁর সঙ্গে থাকবেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
বৈঠকে নির্বাচনকালীন পরিস্থিতি, সুষ্ঠু ভোট আয়োজন এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।