Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে কোনো পদায়ন হবে না: জনপ্রশাসন সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৮ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৩

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে কোনো পদায়ন হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিসি নিয়োগ কীভাবে করা হবে— এ বিষয়ে সাংবাদিক প্রশ্ন রাখেন। জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘‌কখনো লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে পদায়ন হয়নি। এখনো হচ্ছে না, হবে না।’

তিনি বলেন, ‘এখন হলো অভিযোগের বিপরীতে তাদের (ডিসি) প্রত্যাহার করা হচ্ছে, আমাদের ফিটলিস্ট আছে। মাঝে কিছু (নতুন ডিসি পদায়ন) হয়েছে, সামনে আরও হবে। যেখানে স্ট্যাবল আছে যেমন যুগ্ম সচিব অনেক আছেন, আমরা নির্বাচনের আগে যুগ্ম সচিবদের তুলে আনব। সেই সব জায়গায় ডিসিদের রিপ্লেস করতে হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে ডিসিরা প্রমাণ করেছেন, পুলিশের সহযোগিতা নিয়ে মাঠ প্রশাসন কীভাবে সামলেছেন তারা।’

বিজ্ঞাপন

মোখলেস উর রহমান বলেন, ‘ইউএনওরা হলো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এরপর হলো ডিসি। ডিসি নিয়োগ করার জন্য আমাদের জনপ্রশাসন সংক্রান্ত সাত সদস্যের একটি কমিটি আছে। এছাড়া ডিসি সিলেকশন কমিটি আছে পাঁচ সদস্যের, ডিসি ফিট লিস্ট হয়। ফিট লিস্টের পর কমিটিতে সেটা তোলা হয়। সেখান থেকে দেখে ডিসি পোস্টিং হয়। সেটা প্রধান উপদেষ্টা অনুমোদন করেন। এরপর সেটা জনপ্রশাসনে আসে, আমরা প্রজ্ঞাপন জারি করে দেই। এটা জনপ্রশাসনের একক কাজ নয়। অনেকের ধারণা, এটার শুরু শেষ মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে, তা নয়। আমরা প্রক্রিয়ার একটা অংশ।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘নির্বাচন সামনে রেখে যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, হোমওয়ার্ক ভালো থাকলে যে দিনটাকে কেন্দ্র করে কাজটা করা হচ্ছে, সেই দিনটা ভালো হবে কোনো সমস্যা হবে না।’

তিনি আরও বলেন, ‘ইউএনওদের বদলিটা করেন বিভাগীয় কমিশনার। নির্বাচনের সময় একটা বড় ধরনের রদবদল হয়। সেটা নির্বাচন কমিশন করবে। সেখানে কারও বলার কিছু থাকবে না, তদবির থাকবে না। যাকে যেখানে দেওয়া হবে, সেখানে সে যেতে বাধ্য।’

সারাবাংলা/জিএস/এমপি

জনপ্রসাশন মন্ত্রণালয় বাহারুল আলম মো. মোখলেস উর রহমান সিভিল সার্ভিস

বিজ্ঞাপন

খুলনায় যুবককে গুলি করে হত্যা
৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪১

আরো

সম্পর্কিত খবর