ঢাকা: পুলিশকে রাজনৈতিক দল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আপনারা রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন। আমি বারবার বলছি, এখন যদি তেল দেওয়া শুরু করে দেন তাহলে আপনাদের তেল কিন্তু নির্বাচনের পর শেষ হয়ে যাবে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় জাহাঙ্গীর আলম ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের কথা মাথা থেকে মুছে ফেলতে বলেন কর্মকর্তাদের।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন যার কাছে যে তেল আছে রিজার্ভ করে রাখবেন। পরে কিন্তু তেলটা কাজে লাগাতে পারবেন। এজন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। জনগণের যে আশা-আকাঙ্ক্ষা, এটা পূরণ করার চেষ্টা করবেন।
তিনি বলেন, রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা নেওয়া বা নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন পেশীশক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না।
জাহাঙ্গীর আলম বলেন, আমরা আশা করব, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে, এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হয়। নির্বাচনটা কিন্তু শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। এটার কতগুলো স্টেকহোল্ডার রয়েছে। প্রথমত জনগণ- তারা কীভাবে পার্টিসিপেট করতে চায়। তারপর আছে পলিটিক্যাল পার্টি, ইলেকশন কমিশন, আছে প্রশাসন, তারপর আছে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী।
তিনি আরও বলেন, পুলিশে ফেয়ার রিক্রুটমেন্ট হয়েছে জানিয়ে বলেন, ‘আমাদের এই রিক্রুটমেন্টটা একেবারেই ফেয়ার হয়েছে। আমি আইজির সামনে দাঁড়িয়েও বলতে পারি- আমি একটি রিক্রুটমেন্টের জন্য আইজি বা কারও কাছে একটি নামও দেইনি। অনেকেই বলে। কিন্তু একটি নামও আমাদের উপদেষ্টাও দেননি। আমাদের মন্ত্রণালয় থেকেও কেউ দেয়নি।