Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ বছরেই পাওয়া যাবে এনআইডি

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৬

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এখন থেকে যাদের বয়স ১৬ বছর পূর্ণ হবে, তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জন্য নিবন্ধনের আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিভিন্ন কাজে এনআইডি প্রয়োজন হওয়ায় ১৬ বছর বয়সীদের জন্য এনআইডি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের যেকোনো সময় ১৬ বছর পূর্ণ হলেই নিবন্ধনের আবেদন করা যাবে, আর ১৮ বছর পূর্ণ হলে ভোট দেওয়ার যোগ্যতা থাকবে।’

এছাড়া সচিব জানান, এখন থেকে এনআইডি হারিয়ে গেলে পুনরায় তুলতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন নেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/এমপি

আখতার আহমেদ এনআইডি নিবন্ধন নির্বাচন কমিশনের (ইসি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর