Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের: ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৭ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১০

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও বডিওর্ন ক্যামেরা সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কোনো করণীয় নেই।

সম্প্রতি ইসির উপসচিব রাশেদুল ইসলামের সই করা একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়। পাশাপাশি এর অনুলিপি মন্ত্রিপরিষদ সচিবকেও দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন লজিস্টিক সহায়তা ও কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভায় আলোচ্যসূচি-৯ এ সিসিটিভি ক্যামেরা ও বডিওর্ন ক্যামেরার প্রসঙ্গ ওঠে।

বিজ্ঞাপন

তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে তাদের করণীয় কিছু নেই।

‎সারাবাংলা/এনএল/এমপি

নির্বাচন কমিশন (ইসি) সিসি ক্যামেরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর