Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সচিব কাজী মিরাজ হোসেন আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৭

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কাজী মিরাজ হোসেন।

ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কাজী মিরাজ হোসেন আর নেই। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে ভুগছিলেন।

কাজী মিরাজ হোসেন দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। বিএনপি নেতাদের ভাষ্যে, তিনি ছিলেন একজন দেশপ্রেমিক, জাতীয়তাবাদী ও সৎ কর্মকর্তা, যাকে বিগত ‘ফ্যাসিস সরকার’ জোরপূর্বক অবসরে পাঠিয়ে বিভিন্নভাবে হয়রানি করেছিল।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক যৌথ শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিজ্ঞাপন

অন্যদিকে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার আলাদা এক শোকবার্তায় তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

আজ বাদ জুমা গুলশান ২ নম্বর সোসাইটি মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিএনপির নেতারা।

সারাবাংলা/এফএন/এমপি

কাজী মিরাজ হোসেন মৃত্যু সাবেক সচিব

বিজ্ঞাপন

কমেছে সবজির দর, চড়া ইলিশের বাজার
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৬

আরো

সম্পর্কিত খবর