Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইলিশ আগে দেশের চাহিদা মিটিয়ে তারপর রফতানি: ফরিদা আখতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৪ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৭

ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ মৎস্য চত্বরে জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের আয়োজনে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সারাবাংলা

ঠাকুরগাঁও: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের চাহিদা পূরণ করার পরই ইলিশ মাছ রফতানি করা হবে। গত বছর প্রতিবেশী দেশ ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানি করা হয়েছিল। এ বছর দুর্গাপূজা উপলক্ষে ভারত ১,২০০ মেট্রিক টন ইলিশ চেয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ মৎস্য চত্বরে জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের আয়োজনে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘দেশের জলজ সম্পদ রক্ষায় অবৈধ জাল উৎপাদন ও ব্যবসার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা এই কাজ করছে তারা দেশের শত্রু। অবৈধ জাল ব্যবহারকারীরাও সমান অপরাধী। এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অনেক বড়। এই খাতকে টিকিয়ে রাখতে হলে অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে।’ পাশাপাশি জলাশয় রক্ষণাবেক্ষণ ও জেলেদের প্রণোদনা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়েও ইলিশ সরবরাহের আশ্বাস দেন উপদেষ্টা ফরিদা আখতার। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে নদী-নালা ও জলাশয়ে অবৈধ জাল পুরোপুরি নির্মূল করার আহ্বান জানান।

জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবদুর রউফ, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সারাবাংলা/এমপি

ইলিশ ফরিদা আখতার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী রফতানি

বিজ্ঞাপন

এসিআইতে কাজের সুযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩

নিয়োগ দিচ্ছে নিটল-নিলয় গ্রুপ
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৭

আরো

সম্পর্কিত খবর