ঢাকা: এবারের দুর্গাপূজা গতবারের চেয়েও নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, এ বছর পূজামণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সরকারি অনুদানও এক কোটি টাকা বাড়ানো হয়েছে। গত বছর চার কোটি টাকা অনুদান দেয়া হলেও এবার তা পাঁচ কোটি টাকা করা হয়েছে। প্রয়োজনে আরও সহায়তা দেয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
তিনি বলেন, পূজা উপলক্ষে কোনো ধরনের হুমকি নেই। নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। পূজার সার্বিক কার্যক্রম ২৪ ঘণ্টা মনিটরিংয়ের জন্য একটি অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে যেকোনো ঘটনা তাৎক্ষণিকভাবে সরকারের নজরে আসবে।
উপদেষ্টা বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের নয়, অন্যান্য ধর্মের মানুষও উপভোগ করতে আসেন। তাই সবাই মিলে এর পবিত্রতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।”
এ সময় রমনা কালী মন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস, সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এম তরুণ দে, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর বসুসহ অন্যরা উপস্থিত ছিলেন।