ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সামগ্রীর ৭০ শতাংশ কেনাকাটা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। চাহিদা অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে সব সামগ্রী পৌঁছে যাবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, কমিশনে ইতোমধ্যে মার্কিং সিল, গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, হেসিয়ান ব্যাগসহ বেশ কিছু সরঞ্জাম এসেছে।
এ সময় তিনি আরও জানান, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে। এছাড়া নতুন দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ও অংশীজনের সঙ্গে সংলাপের সূচি আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে। ২২টি দল নিবন্ধনের আগ্রহ প্রকাশ করেছে এবং তিন শতাধিক পর্যবেক্ষক সংস্থা আবেদন করেছে।
সীমানা নির্ধারণ ইতোমধ্যে ৩০০ আসনের জন্য সম্পন্ন হয়েছে। বাগেরহাট ও ফরিদপুরে এই বিষয়ে বিক্ষোভ হয়েছে এবং আদালতে অন্তত ১৪টি রিট দাখিল হয়েছে।
ইসি সচিব বলেন, ‘ভাঙচুর অনাকাঙ্খিত। আদালতের সিদ্ধান্ত আমাদের জন্য বাধ্যতামূলক হবে।’
সিইসি কানাডা সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার কমিশন সভা আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী রোববার-সোমবার এসব বিষয় চূড়ান্তভাবে আলোচনা করা হতে পারে।