Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কখনো ফিরে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৫ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৮

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে অঙ্কিত ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ গ্রাফিতির উদ্বোধন করেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মুন্সীগঞ্জ: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, যারা জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কখনো ফিরে আসবে না। তিনি আশ্বস্ত করেছেন যে, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের আত্মত্যাগ বৃথা যাবে না।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে অঙ্কিত ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ গ্রাফিতির উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই গ্রাফিতি থাকবে না এমন কোনো কারণ নেই। এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজের আত্মত্যাগের কথা।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এ ধরনের উদ্যোগ মানুষকে সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ সচিব ফাহামিদুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার এবং শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম।

গ্রাফিতিতে তুলে ধরা হয়েছে জুলাই আন্দোলনের বীর যোদ্ধা রিকশা চালক মোহাম্মদ সুজন, আন্দোলনে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের বীরত্ব, রংপুরের শহিদ আবু সাঈদ ও নিহত শহিদ গোলাম নাফিজের নাম।

সারাবাংলা/এমপি

গ্রাফিতি জুলাই আন্দোলন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

ছবির গল্প শরৎ এসেছে ধরায়
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২২

আরো

সম্পর্কিত খবর