Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মকর্তাদের কোনো দলের পক্ষে কাজ না করার নির্দেশ সিইসি’র

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২০ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০১

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, তারা যেন কোনো দলের পক্ষে কাজ না করেন। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেন যে, নির্বাচন কমিশন (ইসি) থেকে বেআইনি কোনো নির্দেশনা দেওয়া হবে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ এ তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। তাই বিশেষভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের মতো জায়গায় কাজ করা খুব কঠিন। অনেকগুলো চ্যালেঞ্জ চোখে দেখা যায়, আবার অনেকগুলো অদেখাও থেকে যায়।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সরকারের পূর্ণ আস্থা রয়েছে নির্বাচন কমিশনের ওপর। এ সময় তিনি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার জন্য হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে শপথ করতে বলেন। কর্মকর্তারা হাত তুলে শপথ করেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আপনারা কারও পক্ষে কাজ করবেন না। কোনো দলের পক্ষেও কাজ করবেন না। আমরা শপথ রক্ষা করব আপনাদের ভূমিকার ওপর নির্ভর করে। বিশেষ পরিস্থিতির এ নির্বাচনে বিশেষ ব্যবস্থাপনায় কাজ করতে হবে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব, অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়াও সারা দেশ থেকে প্রায় সাড়ে আটশ উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ সম্মেলনে অংশ নেন।

বিজ্ঞাপন

ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে
১৭ নভেম্বর ২০২৫ ১১:১৭

চাকরি দিচ্ছে এসিআই
১৭ নভেম্বর ২০২৫ ১০:৫১

রূপায়ণ গ্রুপে চাকরি'র সুযোগ
১৭ নভেম্বর ২০২৫ ১০:৪৫

আরো

সম্পর্কিত খবর