Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইসরায়েলে আটক শহিদুলকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ১৪:২৬ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৭:১৫

বাংলাদেশের আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: ইসরায়েলের কারাগারে আটক সাংবাদিক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আজই তাকে বিশেষ বিমানে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি তারা।

শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস উইং জানায়, শহিদুল আলমকে ইসরায়েলি কর্তৃপক্ষ অবৈধভাবে আটক করার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে দ্রুত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে শহিদুল আলমের মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

দূতাবাসগুলো শহিদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানানো হয়েছে।

সারাবাংলা/জিএস/এমপি
বিজ্ঞাপন

তারেক রহমানের গাড়ি ঢাকায়
৫ ডিসেম্বর ২০২৫ ১২:৪৩

আরো

সম্পর্কিত খবর