Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহানের সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৯:৪৯ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ২২:৩৩

সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম (অব.)।

ঢাকা: সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম (অব.)-এর নামাজে জানাজা শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর নৌবাহিনী সদর দফতর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানরা, প্রাক্তন নৌবাহিনী প্রধানগণসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং মরহুমের পরিবারের সদস্যরা।

শনিবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।

জানাজার পর সামরিক মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান মরহুমের কবরের পাশে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রথানুযায়ী ফাঁকা গুলি বর্ষণসহ সামরিক সম্মান প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন

দাফন শেষে নৌবাহিনী প্রধান মরহুমের সহধর্মিণীর হাতে বাংলাদেশ নৌবাহিনীর পতাকা, ক্যাপ, সোর্ড, মেডেল ও ইনসিগনিয়া হস্তান্তর করেন।

উল্লেখ্য, ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গত ১০ অক্টোবর সম্মিলিত সামরিক হাসপাতালে ৭৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

সারাবাংলা/ইউজে/এমপি
বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা কাল
১৪ জানুয়ারি ২০২৬ ২২:৩৪

আরো

সম্পর্কিত খবর