ঢাকা: অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের মানুষ যেন শাপলার শহিদদের ভুলে না যায়। তাই শাপলা চত্বরে শহিদদের নাম স্থায়ী অবকাঠামোতে লিখে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সংঘটিত হত্যাযজ্ঞে শহিদদের পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘শহিদদের স্বীকৃতি দেওয়া ও শহিদ পরিবারের পাশে থাকা আমাদের দায়িত্ব। পরাজিত ফ্যাসিবাদী শক্তি শাপলার ঘটনা ও শহিদদের নিয়ে সবকিছু প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। শহিদদের রক্ত বৃথা যায় না, শাপলা চত্বরের ৫ মে ও ২৪ আগস্ট একই সুতোয় গাঁথা।’
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫৮ শহিদ পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. আ ফ ম খালিদ হোসেন (উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রেজাউল মাকছুদ জাহেদী (সচিব, স্থানীয় সরকার বিভাগ)। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।