ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে আগামী ২০ অক্টোবর। ইতোমধ্যে খসড়া তালিকা নিয়ে আসা দাবি-আপত্তি নিষ্পত্তির কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন চলছে চূড়ান্ত তালিকাভুক্তির শেষ ধাপের প্রস্তুতি।
শনিবার (১৮ অক্টোবর) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ২ লাখ ৪৪ হাজার ৪৬টি ভোটকক্ষ থাকবে।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয় দাবি-আপত্তি জানানোর জন্য। এসব দাবি-আপত্তি মাঠ পর্যায়ে নিষ্পত্তি করা হয়েছে ১২ অক্টোবর পর্যন্ত।
বর্তমানে কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে, যা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।