ঢাকা: বিশিষ্ট ইসলামিক স্কলার ডা. জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশ সরকারের নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামিক স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে। আমরা বিশ্বাস করি, কোনো দেশে অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।’
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘তিনি একজন পলাতক আসামি। ভারতে তার খোঁজ চলছে। আমরা আশা করি, তিনি যেখানেই যান, সেখানকার কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে এবং ভারতের নিরাপত্তার উদ্বেগ দূর হবে।’
জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফরের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত ২৮ অক্টোবর সাংবাদিকদের বলেন, ‘তিনি এমন কোনো তথ্য জানেন না।’
উপদেষ্টা বলেন, ‘জাকির নায়েককে বাংলাদেশে ডাকা হয়েছে বলে আমার জানা নেই। আমি এরকম কিছু শুনিনি। এটা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।’
এর আগে ১২ অক্টোবর স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ডা. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন এবং তার নিজস্ব অনুষ্ঠানে অংশ নেবেন। প্রাথমিকভাবে অনুষ্ঠানটি ঢাকার আগারগাঁওয়ে করার পরিকল্পনা রয়েছে। বিস্তারিত পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।