Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিল বিভাগে বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করলেন নেপালের প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৪:২৮ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ১৫:৫৮

নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত।

ঢাকা: নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন।

রোববার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে তিনি উপস্থিত ছিলেন।

সেদিন আপিল বিভাগে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত ঐতিহাসিক মামলার শুনানি চলছিল। নেপালের প্রধান বিচারপতি সেই শুনানি প্রত্যক্ষ করেন।

বিচার কার্যক্রম শুরুর আগে বাংলাদেশের প্রধান বিচারপতি অতিথি বিচারপতিকে বেঞ্চের অন্যান্য সদস্য ও আইনজীবীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বিজ্ঞাপন

এর আগে শনিবার ঢাকায় আসেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউতের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। এতে ছিলেন নেপালের বিচারপতি স্বপ্না প্রধান মল্লা, বিচারপতি বিনোদ শর্মা এবং সুপ্রিম কোর্টের প্রধান রেজিস্ট্রার বিমল পাউডেল।

বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে তারা আগামী ৪ নভেম্বর পর্যন্ত দেশে অবস্থান করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর