Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংশোধিত আরপিওতে নতুন যেসব বিধান

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১০:৫২ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১২:২৩

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরপিও (প্রতিনিধিত্ব আদেশ) সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। এতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নতুন বিধান যুক্ত হয়েছে।

এর মধ্যে আদালত ঘোষিত ফেরারি আসামি ভোট করতে পারবে না— এমন বিধান এবার যুক্ত হয়েছে। দেড় দশক পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনা, নৌ ও বিমান বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে একক প্রার্থীর আসনে ‘না ভোট’ ফিরেছে।

নতুন বিধানে আরও এসেছে— সমান ভোট পেলে পুনর্ভোট, জোটবদ্ধ নির্বাচনে নিজ দলের প্রতীকে ভোট, জামানত ৫০ হাজার টাকা, আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানা, আইটি সাপোর্টে পোস্টাল ভোট, অনিয়মে পুরো আসনের ভোট বাতিল, এআই অপব্যবহারকে নির্বাচনী অপরাধ ঘোষণা এবং হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও ইসির ব্যবস্থা নেওয়ার ক্ষমতা।

বিজ্ঞাপন

নতুন সংযোজিত বিধানগুলো সংক্ষেপে নিচে তুলে ধরা হলো—

🔹 অনুচ্ছেদ ২:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনা, নৌ ও বিমান বাহিনী অন্তর্ভুক্ত। (২০০১ ও ২০০৮ সালের নির্বাচনের মতো বিধান ফের কার্যকর।)

🔹 অনুচ্ছেদ ৮:
ভোটকেন্দ্রের তালিকা জেলা নির্বাচন কর্মকর্তা প্রস্তুত করবেন এবং কমিশনের অনুমোদন নেবেন।

🔹 অনুচ্ছেদ ৯:
রিটার্নিং কর্মকর্তা কোনো ভোটগ্রহণ কর্মকর্তাকে বরখাস্ত করলে ইসিকে তা জানাতে হবে।

🔹 অনুচ্ছেদ ১২:

  • আদালত কর্তৃক ফেরারি বা পলাতক আসামি ঘোষিত কেউ সংসদ সদস্য হতে পারবেন না।
  • কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিসহ লাভজনক পদে থাকলে প্রার্থী হওয়া যাবে না।
  • হলফনামায় আয়, সম্পদ ও কর-রিটার্ন জমা বাধ্যতামূলক।
  • অসত্য তথ্য দিলে ভোটের পরও ইসি ব্যবস্থা নিতে পারবে।

🔹 অনুচ্ছেদ ১৩:
মনোনয়নপত্রের জামানত ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

🔹 অনুচ্ছেদ ১৪:
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে ক্ষুব্ধ হলে প্রার্থী ছাড়াও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি সেবাদাতা সংস্থা আপিল করতে পারবে।

🔹 অনুচ্ছেদ ১৯:
‘না ভোট’ ফিরেছে। একক প্রার্থী থাকলে ব্যালটে ‘না ভোট’ থাকবে, তবে পুনঃনির্বাচনে থাকবে না।

🔹 অনুচ্ছেদ ২০:
জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রতিটি দল নিজ নিজ প্রতীকে ভোট করবে।

🔹 অনুচ্ছেদ ২১:
নির্বাচনী এজেন্ট অবশ্যই সংশ্লিষ্ট এলাকার ভোটার হতে হবে।

🔹 অনুচ্ছেদ ২৫:
প্রিজাইডিং কর্মকর্তার ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

🔹 অনুচ্ছেদ ২৬:
ইভিএমে ভোট দেওয়ার বিধান বাতিল।

🔹 অনুচ্ছেদ ২৭:
আইটি-সমর্থিত পোস্টাল ভোটিং চালু। প্রবাসী, সরকারি চাকরিজীবী ও আটক ভোটাররাও ডাকযোগে ভোট দিতে পারবেন।

🔹 অনুচ্ছেদ ২৯ ও ৩৬:
গণমাধ্যমকর্মীরা ভোটকেন্দ্রে প্রবেশ ও গণনার সময় উপস্থিত থাকতে পারবেন।

🔹 অনুচ্ছেদ ৩৭:
প্রিজাইডিং কর্মকর্তা প্রয়োজনে বাতিল ভোট পুনর্গণনা করতে পারবেন।

🔹 অনুচ্ছেদ ৩৮:
সমান ভোট পেলে লটারির পরিবর্তে পুনর্ভোট হবে।

🔹 অনুচ্ছেদ ৪৪:

  • প্রার্থীর নির্বাচনী ব্যয় ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা নির্ধারণ।
  • দলীয় ব্যয়ের হিসাব ওয়েবসাইটে প্রকাশ বাধ্যতামূলক।
  • নির্বাচন কর্মকর্তাদের বদলিতে উপ-পুলিশ মহাপরিদর্শকের অংশগ্রহণ যুক্ত করা হয়েছে।

🔹 অনুচ্ছেদ ৭৩:
মিথ্যা তথ্য, গুজব, অপতথ্য ও এআই অপব্যবহারকে নির্বাচনী অপরাধ হিসেবে সংযোজন।

🔹 অনুচ্ছেদ ৯০:
দল নিবন্ধন, অনুদান গ্রহণ ও নিবন্ধন স্থগিত হলে প্রতীক স্থগিতের বিধান।

🔹 অনুচ্ছেদ ৯১:
অনিয়মে কেন্দ্রের পাশাপাশি পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসিকে দেওয়া হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। দলের বিরুদ্ধেও জরিমানা আরোপ করা যাবে।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর