Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৪:১১ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ১৫:৪৯

বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

ঢাকা: ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় থানাগুলো থেকে লুণ্ঠিত বিভিন্ন ধরণের অস্ত্র ও গোলাবারুদ হারিয়ে যায়। প্রায় ১৪ মাস পর, এগুলো উদ্ধারীসহ প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান এই তথ্য জানান।

তিনি বলেন, ‘পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে— এলএমজি পাওয়া গেলে ৫ লাখ টাকা, এসএমজি-এর জন্য ১.৫ লাখ টাকা, চায়না রাইফেল-এর জন্য ১ লাখ টাকা, এবং পিস্তল/শটগান-এর জন্য ৫০ হাজার টাকা। এছাড়া লুন্ঠিত প্রতিটি রাউন্ড গুলির জন্য আলাদা করে ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে।’

কামরুল আহসান আরও বলেন, ‘লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাদের থানায় যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। সন্ধানদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।’

বিজ্ঞাপন

সরকারি এ সিদ্ধান্তে উদ্দেশ্য— অস্ত্র উদ্ধারকে উৎসাহিত করা ও জনসাধারণকে সহযোগিতার জন্য উদ্বুদ্ধ করা। উদ্ধারকারী ব্যক্তি বা এমন যেকোনো তথ্য জেলা-স্থায়ী নিকটস্থ থানায় জানাতে বলা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এমপি