Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ ‘পাইলটের উড্ডয়ন ত্রুটি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৬:৩৫ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ১৭:৩১

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ঢাকা: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কারণ পাইলটের ‘উড্ডয়ন ত্রুটি’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, ভবিষ্যতে বিমানের প্রশিক্ষণ ঢাকার বাইরে আয়োজন করা হবে। স্কুল নির্মাণে রাজউকের ভবন নির্মাণ নীতিমালা যথাযথভাবে মানা হয়নি। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বুধবার (৫ নভেম্বর) তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামসহ অনেকে নিহত হন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

কুয়েটে সুইমিং পুলের উদ্বোধন
৫ নভেম্বর ২০২৫ ১৭:২৩

আরো

সম্পর্কিত খবর