ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা আগামীকাল রোববার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
শনিবার (৮ নভেম্বর) এনআইডির পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নং ৫২০) সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সভায় জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি এনআইডি সংশোধনের আবেদন দাখিল ও নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত আদর্শ পরিচালনা পদ্ধতি (এসওপি) সংশোধনের বিষয়টিও আলোচনায় আসবে।
এছাড়া ভোটার নিবন্ধন ও এনআইডি প্রণয়ন, দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
এদিকে, আগামী ১৮ নভেম্বর সংশোধিত ভোটার তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকাকেই ভিত্তি করে অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন পুরুষ, ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন নারী এবং ১ হাজার ২৩০ জন হিজড়া।