ঢাকা: কুমিল্লা থেকে ঢাকা-১০ সংসদীয় আসনে ভোটার এলাকা স্থানান্তর করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রোববার (৯ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন এই তথ্য জানান।
সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা স্থানান্তরের শেষ সময় সোমবার। এর আগের দিন এ উদ্যোগ নেন উপদেষ্টা।
সংসদ নির্বাচনে যেকোনো এলাকায় ভোটার হয়ে নির্বাচন করার সুযোগ রয়েছে। তবে ভোট দিতে পারবেন বর্তমান ঠিকানায়।
এদিকে, সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, উপদেষ্টা আসিফ মাহমুদ বেলা ৩টায় ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থাকবেন। উপদেষ্টা বর্তমানে কুমিল্লার ভোটার। ভোটার এলাকায় স্থানান্তর করে তিনি ধানমন্ডি থানার ভোটার হবেন।
ঢাকা-১০ নির্বাচনী আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত।
ঢাকা-১০ আসনের ভোটার হতে যাচ্ছেন আসিফ
স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৩:৩২ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১৪:৩৪
৯ নভেম্বর ২০২৫ ১৩:৩২ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১৪:৩৪
সারাবাংলা/এনএল/এমপি